সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একটি টয়লেট সমাচার - হাছিবুল মাওলা

টয়লেট আমার সবচেয়ে প্রিয় স্থান গুলোর মধ্য অন্যতম। নিউটনের আপেল পড়ার কাহিনী শুনার পর লোভে পড়ে নিজ মাথায় কাঁঠাল পরবে এই আশায় প্রিয় স্থান বানিয়েছি ভেবে কেউ লজ্জায় পেলবেন না। আসলে এর পিছনে কিছু  পারিবারিক ইতিহাস আছে। ছোটবেলায় সবাই ই আদর পাই, পরিবারের একমাত্র ছেলে হওয়ায় আমি একটু বেশি পাইতেছিলাম। কিন্তু এই আদর কপালে বেশিদিন জুটলো না। জীবনে হাজির হল পড়ালেখা নামক বিভীষিকা।😭  যেই মা কোনদিন একটু রাগ করে কথাও বলে নি, সব দুষ্টুমি নিরবে সয়েছে সেই মা ও একদিনে বদলে গেল😲  সামান্য অ আ এর জন্য কিনা  মার খেলাম! সেদিন থেকেই পড়ালেখা আমার ঘোর শত্রু হয়ে গেছিল। বিচানা ছাড়বার পর থেকে আবার বিছানায় পেরার আগ পর্যন্ত পড়ালেখারে সেই যাবত শেখা সব গালি দিততে থাকতাম।  সকাল বেলা উঠেই মা পাঠাতো ওয়াশরুমে, বের হলেই আরবি পড়া, এরপর স্কুলের পড়া, এরপর স্কুল। জীবনটা তেতো হয়ে উঠেছিল। একদিন সকালে উঠে যখন টয়লেটে গেলাম আর  ঝুরে ঝুরে ভাবছিলাম অতিত ইতিহাস আর পড়ালেখার ১৪ গুষ্টি উদ্ধার করতেছিলাম তখনি পাই এক অসাধারণ, ঝকঝকে (আমার ভাষায়) বুদ্ধি। ভাবলাম যদি আমি দেরিতে বের হই এখান থেকে  তাহলে কি হবে?  সামান্য পড়তেই স্কুলের সময় হয়ে যাবে, আহ

একটুখানি প্রেম

-শুনুন -বলুন -আপনার পিছন দিকটা ছিটানো কাদায় নোংরা হয়ে গেছে । -মাটির শরীরে মাটি লাগলে কিছু হয়না। -কিন্তু সৌন্দর্য তো নষ্ট হয়। -আমি আমার সৌন্দর্য নিয়ে মাথা ঘামাই না। আআআম তাছাড়া আমার ধারাণা আমায় নিয়ে অন্য কারো ও মাথা ব্যাথা নেই। -কি করে বুঝলেন? -কেউ কভু তেমন ইঙ্গিত দেয় নি। -পাগল, মেয়েরা কভু ইঙ্গিত দেয়? তাছাড়া আপনার তো কোনো ইঙ্গিত বুঝার ক্ষমতায় নেই। -তাই? -হুম -আপনার তো গোলাপি লিপস্টিক দেয়া উচিৎ। -তাই ! কেনো? -তাতেই আপনাকে ভালো লাগবে। -বাহ! আমার ভালো খারাপের দেখি কেউ একজন খবর রাখে। তা আর কি কি করলে ভালো লাগবে? -মাত্রাতিরিক্ত মেকাপ না করলে ভালো লাগবে। -তাই, তারমানে মেকাপ না করতে বলছেন? -হুম, আপনারা মেকাপ বলতে যা বুঝেন তা হয়ত করতে না করছি। -তবে কিভাবে করব আপনিই বলে দিন। -সুন্দর করে মুখ ধুয়ে হাল্কা ক্রিম মাখবেন। কপালে একটা ছোট্ট লাল টিপ পরবেন। চুলগুলো ছেড়ে দিবেন। ঠোটে হাল্কা গোলাপি লিপস্টিক দিবেন। সর্বশেষ একটা নীল শাড়ি পরবেন। -এভাবে সাজলে আমায় অনেক বেশি সুন্দর লাগবে? -আপনি যা নন তা কভু হতে পারবেন না। এসব পরলে তার চোখে আপনি অপূর্ব হবেন যে আপনাকে পছন্দ করে। -তার পছন্দ মতো সেজেই বা কি হবে সে তো

ব্রেকাপ-একটি অনন্য বিচ্ছেদ

ব্রেক-আপ তো ব্রেক-আপ ই। তবে কেন নতুন করে আশা দেখানো হচ্ছে! কেনই বা পুরাতন প্রেম তরি নতুন করে গড়ার চিন্তা মাথায় আসছে! কেনইবা দূরে ছুঁড়ে ফেলে দিয়েও আজ আবার স্বপ্ন দেখতে বলছ, অপেক্ষা করতে বলছ! বড়ই আজব জীবন তাইনা! . ব্রেকাপ মানেই সম্পর্কের বিচ্ছেদ জানি, কিন্তু মনের বিচ্ছেদ ও কি ব্রেকাপ? ব্রেকাপ হলেই বন্ধু বন্ধুয়ার ভালোবাসাময় ফুলেল পথ দুইটি দুদিকে যায়, কিন্তু মন কি তাদের আলাদা হয়? বুকে হাত দিয়ে সত্য প্রেমের মধুর জল খাওয়া কোন কপত-কপতি কি বলতে পারবে সঙ্গিকে সে ভুলে থাকতে পেরেছে? . এক বন্ধুকে ছিনি যে নিজের সবটুকু দিয়ে তিলে তিলে গড়েছিল দীর্ঘ ৯ বছরের ভালোবাসা। কিন্তু শহুরে হাওয়ায় মন মাতিয়ে রঙিন আলোয় মেয়েটি হারিয়ে বন্ধুর জীবন থেকে। রোজ রাতে বেঈমানীর দেওয়া স্মৃতিচারণ করে আজো বন্ধু হা-হুতাশ করে। কিন্তু ভুলে গিয়ে এক মুহূর্ত ও সুখে থাকা বন্ধুর পক্ষে সম্ভব হয়নি। . ভালোবাসা কোন খেলা নয়, কিন্তু প্রয়োজনের স্বার্থে আমরা এটাকে খেলায় রুপান্তর করি। এক পক্ষ যখন খেলা খেলে আত্মপক্ষের কাছে হয় হিরো সেই পক্ষই তখন সঙ্গীর কাছে হয় বেঈমান, স্বার্থপর, ধোকাবাজ। আসুন সঙ্গীকে বুঝার চেষ্টা করি, তার খেলা সেই নিষ্ঠুর খেলায় ক