ব্রেক-আপ তো ব্রেক-আপ ই।
তবে কেন নতুন করে আশা দেখানো হচ্ছে! কেনই বা পুরাতন প্রেম তরি নতুন করে গড়ার চিন্তা মাথায় আসছে! কেনইবা দূরে ছুঁড়ে ফেলে দিয়েও আজ আবার স্বপ্ন দেখতে বলছ, অপেক্ষা করতে বলছ! বড়ই আজব জীবন তাইনা!
.
ব্রেকাপ মানেই সম্পর্কের বিচ্ছেদ জানি, কিন্তু মনের বিচ্ছেদ ও কি ব্রেকাপ? ব্রেকাপ হলেই বন্ধু বন্ধুয়ার ভালোবাসাময় ফুলেল পথ দুইটি দুদিকে যায়, কিন্তু মন কি তাদের আলাদা হয়? বুকে হাত দিয়ে সত্য প্রেমের মধুর জল খাওয়া কোন কপত-কপতি কি বলতে পারবে সঙ্গিকে সে ভুলে থাকতে পেরেছে?
.
এক বন্ধুকে ছিনি যে নিজের সবটুকু দিয়ে তিলে তিলে গড়েছিল দীর্ঘ ৯ বছরের ভালোবাসা। কিন্তু শহুরে হাওয়ায় মন মাতিয়ে রঙিন আলোয় মেয়েটি হারিয়ে বন্ধুর জীবন থেকে। রোজ রাতে বেঈমানীর দেওয়া স্মৃতিচারণ করে আজো বন্ধু হা-হুতাশ করে। কিন্তু ভুলে গিয়ে এক মুহূর্ত ও সুখে থাকা বন্ধুর পক্ষে সম্ভব হয়নি।
.
ভালোবাসা কোন খেলা নয়, কিন্তু প্রয়োজনের স্বার্থে আমরা এটাকে খেলায় রুপান্তর করি। এক পক্ষ যখন খেলা খেলে আত্মপক্ষের কাছে হয় হিরো সেই পক্ষই তখন সঙ্গীর কাছে হয় বেঈমান, স্বার্থপর, ধোকাবাজ। আসুন সঙ্গীকে বুঝার চেষ্টা করি, তার খেলা সেই নিষ্ঠুর খেলায় কার স্বার্থ জড়িত খুজে বের করার চেষ্টা করি। পরিশেষে সুখে থাকি।
Excellent
উত্তরমুছুন