সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অনলাইন সেবা হাতিয়া অ্যাপ হাতিয়ার সকল ধরণের তথ্য ও রক্তদান কেন্দ্রিক একটি জনপ্রিয় মাধ্যম

 অনলাইন সেবা হাতিয়া অ্যাপ হাতিয়ার সকল ধরণের তথ্য ও রক্তদান কেন্দ্রিক একটি জনপ্রিয় মাধ্যম। হাতিয়ার বিপুল পরিমাণ মানুষ প্রতিদিন বিভিন্ন তথ্য ও রক্তদাতা খুজতে  এই অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপটি ব্যবহার করেন। 

Online Sheba Hatiya app online sheba Hatiya Noakhali Hatiya Doctors nijhumdwip app
 অনলাইন সেবা হাতিয়া প্লে স্টোরে

এই অ্যাপে রয়েছে হাতিয়াবাসীর জন্য বিভিন্ন গ্রুপের রক্তদাতাদের সম্পূর্ণ তথ্য, শিক্ষা প্রতিষ্ঠান, দর্শনীয় স্থান, ডাক্তার, Ambulance, পুলিশ সহ আরো অনেক সেবাসমূহ। 

হাতিয়ার সর্ম্পকে, হাতিয়াবাসীর সর্ম্পকে পরিপূর্ণভাবে জানতে এই অ্যাপের বিকল্প নেই। এছাড়া দ্বীপ হাতিয়ার মনোরম সৌন্দর্য বেষ্টিত ইউনিয়ন নিঝুমদ্বীপ ও তার বিভিন্ন সৌন্দর্যময় এলাকা সর্ম্পকে ও জানা যাবে Online Sheba Hatiya মোবাইল অ্যাপের মাধ্যমে। 


online sheba hatiya; online sheba; online hatiya; অনলাইন সেবা হাতিয়া hatiya noakhali; online sheba hatiya app;

এই অ্যাপের তথ্য ও সেবাসমুহ :

  • Blood donation - রক্তদান ( রক্তদাতাগণ নিজেরা একটি মাত্র একাউন্ট খুলেই রক্তদান কর্মসূচি তে অংশগ্রহণ করতে পারেন )
  • হাতিয়ায় চলাচলরত শিপ বা জাহাজ এর নাম্বার ও তথ্যসমূহ
  • হাতিয়ার সকল শিক্ষাপ্রতিষ্ঠান এর সম্পূর্ন তথ্য ও নাম্বার
  • হাতিয়া উপজেলার প্রতিটি পর্যটন স্পট বা ভ্রমনের মত সুন্দর জায়গা সমূহের নাম ও বর্ণনা
  • প্রতিটি ইউনিয়নের বিস্তারিত বর্ণনা
  • নিঝুমদ্বীপ এর সকল তথ্য ও ভ্রমন গাইড
  • হাতিয়ার এম্বুলেন্স সার্ভিস ও রেন্ট এ কার সার্ভিস - মোবাইল নাম্বার সহ
  • প্রতিটি হাসপাতাল, ক্লিনিক ও ডাক্তারগণ এর চেম্বার ও নাম্বারসমূহু
  • হাতিয়ায় নিযুক্ত পুলিশ, ফায়ার সার্ভিস ও যে কোন ইমারজেন্সি নাম্বারসমূহ
  • হাতিয়ায় মানব কল্যাণে কাজ করা মানবিক সংগঠনসমূহের তথ্য ও পরিচালকের মোবাইল নাম্বার
  • এছাড়া নিজের মানবিক সংগঠন, পরিচিত ডাক্তার, ক্লিনিক ও রেন্ট এ কার সার্ভিস অ্যাপ এ ফ্রি তে যুক্ত করার সুযোগ
online sheba hatiya; online sheba; online hatiya; অনলাইন সেবা হাতিয়াhatiya noakhali; online sheba hatiya app;



মানুষ মানুষের জন্য। এই অ্যাপটি সম্পূর্নভাবে যেকোন সেবা, তথ্য ও রক্তদান কর্মসূচির উপর নির্ভর করে বানানো। অ্যাপ এ সংযুক্ত তথ্যসমূহ সংশোধন ও সংযোজনের সুযোগ তৈরি করার লক্ষ্যে এই অ্যাপ এ রয়েছে সরাসরি ডেভেলপার এর সাথে যোগাযোগ করার সুযোগ।

হাতিয়া একটি ছোট দ্বীপ অঞ্চল। এই অঞ্চলের মানুষ উদার ও মানবিক। এই অঞ্চলে রক্তের প্রয়োজন পড়লে অনেকেই এগিয়ে আসে। আসে পাশের কেউ বিপদে পড়লে অনেক মানবিক সংগঠন নির্দ্বিধায় পাশে এসে দাঁড়ায়। অনেক সময় দেখা যায় জানার অভাবে, নাম্বার এর অভাবে, সঠিক তথ্যের অভাবে পাশে এসে দাঁড়ানোর সুযোগ হয়না। রক্তের প্রয়োজন কিন্তু রক্তদাতার নাম্বার, অবস্থান সর্বশেষ রক্তদানের তারিখ ইত্যাদির জানার অভাবে রক্তদাতা খুজে পাওয়া যায়না।

এই অনলাইন সেবা হাতিয়া এ্যাপ এই সব সমস্যা মাথায় রেখে পরিপূর্ন একটি Online Sheba app এ রূপান্তর হওয়ার লক্ষ্যে কাজ করছে। এই অ্যাপ এ মানবিক লক্ষে রক্তদান করেন এমন রক্তদাতাগণ সহজেই একটি একাউন্ট তৈরি করতে পারেন, যাতে যেকেউ রক্তের প্রয়োজনে সরাসরি রক্তদাতার সাথে যোগাযোগ করতে পারবেন। 

আশেপাশের কোন প্রতিবেশীর সাহায্য প্রয়োজন মনে করলে যোগাযোগ করার উপায় রয়েছে যেকোন মানবিক সংগঠন এর সাথে। অনলাইন সেবা হাতিয়া এ্যাপ সবসময় মানবিক সংগঠন, রক্তদাতা ও অন্যান্য সেবা হাতিয়ার সাধারণ জনগণের উপকারের লক্ষ্যে সংযুক্ত করে চলেছে।

online sheba hatiya; online sheba; online hatiya; অনলাইন সেবা হাতিয়া, hatiya noakhali; online sheba hatiya app; blood donor, hatiya blood donor,  রক্তদাতা হাতিয়া


তাই আপনিও যদি অন্যের উপকারে নিজেকে নিযুক্ত করতে চান এখনই যুক্ত হন online sheba hatiya অ্যাপ এর সাথে। যদি রক্তদাতা হোন সাধারণ একটি একাউন্ট করে নিজেকে উপস্থাপন করুন একজন রক্তদাতা হিসেবে। আপনার যদি একটি মানবিক সংগঠন থেকে থাকে এ্যাপ থেকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে অথবা সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করে আপনার সংগঠন কে যুক্ত করুন অনলাইন সেবা হাতায়ার সাথে।

পরিশেষে অ্যাপ সংক্রান্ত যেকোন বিষয়ে সরাসরি যোগাযোগ করুন ডেভেলপারের সাথে। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন অ্যাপ টি যাতে তারাও উপকৃত হয় এবং আমাদের এই সেবামূলক অ্যাপটির পরিসর আরো বড় হয়, আরো বেশি মানুষ নিজেকে অন্যর উপকারে কাজে লাগাতে পারে। 

অনলাইন সেবা হাতিয়া অ্যাপ টি ডাউনলোড বা ইনস্টল করতে প্লে স্টোর এ গিয়ে সার্চ করুন online sheba hatiya লিখে, তাহলে প্রথমেই পেয়ে যাবেন আমাদের স্বপ্নের দ্বীপ হাতিয়া সম্পর্কে তৈরি সেবামূলক এই এ্যাপ টি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিরে দেখা ১

কার চোখে কে কেমন? তার চোখেই বা আমি কেমন? মানে কেমন ছিলাম? এইসব হাবিজাবি নিয়ে ভাবছে আদি। বন্ধুবান্ধব নিয়ে বেশ সুখেই ছিল। স্যার ও সম্মানীত বন্ধুরা এমনকি মাঝে মাঝে ওর আম্মুও ওকে দুষ্টুমির জন্য অতি আদরে বজ্জাতের কাঁদি বলে ডাকতো। সবাইকে হাসাতে ও ছিল এক্সপার্ট। কারো মন খারাপ থাকলে ভালো করার চেষ্টায় ওর থিওরিগুলো ছিল অব্যার্থ, অথচ আজ? :( অতিত! অনেক অনেক পুরনো অতিত হাতড়াচ্ছে সে। এখন বিকেল বেলা, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। শিপের ধারে দাঁড়িয়ে সে দেখছে প্রকৃতির এই সৌন্দর্য। অনেক আগে একজনকে কথা দিয়েছিলো এমনি কোন বিকেলে দূরের সমুদ্রে ডুবতে থাকা সূর্য দেখবে দুজন মিলে। ডুবন্ত রক্তিম সূর্যের অন্তিম কিরণ যখন উঁচু পাহাড়ের মাথায় থাকবে তখন এমনি কোন সূর্য অংকিত টিপ তার শ্রী-কপালে পরিয়ে দিবে। আর সারারাত ওই কপালের টিপের আলোয়, পাহাড়ের ছায়ায় জেগে জেগে দুজন স্বপ্ন দেখবে। বহু স্বপ্ন। রাত জাগা শত রোমান্সের স্বপ্ন। প্রেম নদীতে ভাসমান তরীর স্বপ্ন। সহস্র গোলাপের সৃষ্টির স্বপ্ন। ফুটফুটে একটা বাচ্চার স্বপ্ন। যার মুখ থেকে তারা মা বাবা ডাক শুনবে।  ♥ কিন্তু আজ ওই সব স্বপ্ন গুলোই স্বপ্নে পরিণত হয়েছে।  :( শিপ

মতলব - একটি মজার কান্ড

মতলব - একটি মজার গল্প -কি? অনেক্ষন যাবত দেখতেছি পিছন পিছন আসতেছেন, সমস্যা কি? আমায় ফলো করছেন কেনো? 😒 -শুনুন আমি অত্যন্ত বিনয়ের সাথেই আপনাকে বলছিযে আমি মোটেও কোন খারাপ উদ্দেশ্য আপনার পিছু নেইনি। 😊 -তা কোন মহৎ উদ্দেশ্যে নিয়েছেন? 😞 -আসলে হয়েছে কি অই আমি ব্যাচেলর মানুষতো তাই জামা কাপড় কাচতে একটু অসুবিধা হয় আরকি।  😊 -Then? -তো করিকি পোশাকের গন্ধ ঢাকার জন্য সেন্ট মেরে বের হই। 😊  কথায় আছেনা গন্ধে গন্ধ ঢাকে" হে হে  😆 -ভেটকানো লাগবেনা সামনে বলেন  😒 - কিন্তু আজ এই ছয়দিন না পরিষ্কার করা জামাটার গন্ধ দূর করতে গিয়ে দেখি সেন্ট শেষ।  😖 -এতো প্যাঁচাল বাঁধছেন কেনো? এসবের সাথে আমার পিছুনেওয়ার কি সম্পর্ক? 😒 -আসলে হয়েছেকি আপনি যখন আমার সামনে দিয়ে যাচ্ছিলেন তখন আমার নাকে এক দারুণ সুভাষ পাচ্ছিলাম। 😊  আমি প্রথমে ভেবেছিলাম কাপড় কাচার ভয়ে হয়ত আমি মরে গেছি,আর আপনাকে মানে স্বর্গের অপ্সরাকে দেখছি। পরে হাত কামড়াইয়া দেখি নাহ, জীবিত আমি বাস্তব আপনি সাথে সত্য আপনার গন্ধটাও  😊  তাই আপনার পিছু নিয়ে আপনার কাছাকাছি থাকার চেষ্টা করছিলাম আরকি, যাতে আপনার মিষ্টি, মন ভোলানো হৃদয় দোলানো গন্ধটা আমার জামার ন