-শুনুন
-বলুন
-আপনার পিছন দিকটা ছিটানো কাদায় নোংরা হয়ে গেছে ।
-মাটির শরীরে মাটি লাগলে কিছু হয়না।
-কিন্তু সৌন্দর্য তো নষ্ট হয়।
-আমি আমার সৌন্দর্য নিয়ে মাথা ঘামাই না। আআআম তাছাড়া আমার ধারাণা আমায় নিয়ে অন্য কারো ও মাথা ব্যাথা নেই।
-কি করে বুঝলেন?
-কেউ কভু তেমন ইঙ্গিত দেয় নি।
-পাগল, মেয়েরা কভু ইঙ্গিত দেয়? তাছাড়া আপনার তো কোনো ইঙ্গিত বুঝার ক্ষমতায় নেই।
-তাই?
-হুম
-আপনার তো গোলাপি লিপস্টিক দেয়া উচিৎ।
-তাই ! কেনো?
-তাতেই আপনাকে ভালো লাগবে।
-বাহ! আমার ভালো খারাপের দেখি কেউ একজন খবর রাখে। তা আর কি কি করলে ভালো লাগবে?
-মাত্রাতিরিক্ত মেকাপ না করলে ভালো লাগবে।
-তাই, তারমানে মেকাপ না করতে বলছেন?
-হুম, আপনারা মেকাপ বলতে যা বুঝেন তা হয়ত করতে না করছি।
-তবে কিভাবে করব আপনিই বলে দিন।
-সুন্দর করে মুখ ধুয়ে হাল্কা ক্রিম মাখবেন। কপালে একটা ছোট্ট লাল টিপ পরবেন। চুলগুলো ছেড়ে দিবেন। ঠোটে হাল্কা গোলাপি লিপস্টিক দিবেন। সর্বশেষ একটা নীল শাড়ি পরবেন।
-এভাবে সাজলে আমায় অনেক বেশি সুন্দর লাগবে?
-আপনি যা নন তা কভু হতে পারবেন না। এসব পরলে তার চোখে আপনি অপূর্ব হবেন যে আপনাকে পছন্দ করে।
-তার পছন্দ মতো সেজেই বা কি হবে সে তো না দেখবে না কোথাও ঘুরতে নিবে।
-হয়ত নিবে, চেষ্টা করে দেখতে পারেন।
-কিভাবে?
-তার পছন্দ মতো সেজে বিকেল ৩ টাই সেই জায়গায় গিয়ে অপেক্ষা করুন যেখানে সে প্রথম আপনাকে দেখেছিল।
-হুম, উপকারের জন্য ধন্যবাদ।
-আপনাকেও, আমার সৌন্দর্য নিয়ে চিন্তা করার জন্য।
-হুম। আর হ্যা মেয়েদের আপনি বলা ছাড়ুন নাহলে তারা তুমি করে বলার সাহস পাবেনা ।
#হাছিবুল_মাওলা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন