সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একটুখানি প্রেম

-শুনুন

-বলুন

-আপনার পিছন দিকটা ছিটানো কাদায় নোংরা হয়ে গেছে ।

-মাটির শরীরে মাটি লাগলে কিছু হয়না।

-কিন্তু সৌন্দর্য তো নষ্ট হয়।

-আমি আমার সৌন্দর্য নিয়ে মাথা ঘামাই না। আআআম তাছাড়া আমার ধারাণা আমায় নিয়ে অন্য কারো ও মাথা ব্যাথা নেই।

-কি করে বুঝলেন?

-কেউ কভু তেমন ইঙ্গিত দেয় নি।

-পাগল, মেয়েরা কভু ইঙ্গিত দেয়? তাছাড়া আপনার তো কোনো ইঙ্গিত বুঝার ক্ষমতায় নেই।

-তাই?

-হুম

-আপনার তো গোলাপি লিপস্টিক দেয়া উচিৎ।

-তাই ! কেনো?

-তাতেই আপনাকে ভালো লাগবে।

-বাহ! আমার ভালো খারাপের দেখি কেউ একজন খবর রাখে। তা আর কি কি করলে ভালো লাগবে?

-মাত্রাতিরিক্ত মেকাপ না করলে ভালো লাগবে।

-তাই, তারমানে মেকাপ না করতে বলছেন?

-হুম, আপনারা মেকাপ বলতে যা বুঝেন তা হয়ত করতে না করছি।

-তবে কিভাবে করব আপনিই বলে দিন।

-সুন্দর করে মুখ ধুয়ে হাল্কা ক্রিম মাখবেন। কপালে একটা ছোট্ট লাল টিপ পরবেন। চুলগুলো ছেড়ে দিবেন। ঠোটে হাল্কা গোলাপি লিপস্টিক দিবেন। সর্বশেষ একটা নীল শাড়ি পরবেন।

-এভাবে সাজলে আমায় অনেক বেশি সুন্দর লাগবে?

-আপনি যা নন তা কভু হতে পারবেন না। এসব পরলে তার চোখে আপনি অপূর্ব হবেন যে আপনাকে পছন্দ করে।

-তার পছন্দ মতো সেজেই বা কি হবে সে তো না দেখবে না কোথাও ঘুরতে নিবে।

-হয়ত নিবে, চেষ্টা করে দেখতে পারেন।

-কিভাবে?

-তার পছন্দ মতো সেজে বিকেল ৩ টাই সেই জায়গায় গিয়ে অপেক্ষা করুন যেখানে সে প্রথম আপনাকে দেখেছিল।

-হুম, উপকারের জন্য ধন্যবাদ।

-আপনাকেও, আমার সৌন্দর্য নিয়ে চিন্তা করার জন্য।

-হুম। আর হ্যা মেয়েদের আপনি বলা ছাড়ুন নাহলে তারা তুমি করে বলার সাহস পাবেনা ।

#হাছিবুল_মাওলা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিরে দেখা ১

কার চোখে কে কেমন? তার চোখেই বা আমি কেমন? মানে কেমন ছিলাম? এইসব হাবিজাবি নিয়ে ভাবছে আদি। বন্ধুবান্ধব নিয়ে বেশ সুখেই ছিল। স্যার ও সম্মানীত বন্ধুরা এমনকি মাঝে মাঝে ওর আম্মুও ওকে দুষ্টুমির জন্য অতি আদরে বজ্জাতের কাঁদি বলে ডাকতো। সবাইকে হাসাতে ও ছিল এক্সপার্ট। কারো মন খারাপ থাকলে ভালো করার চেষ্টায় ওর থিওরিগুলো ছিল অব্যার্থ, অথচ আজ? :( অতিত! অনেক অনেক পুরনো অতিত হাতড়াচ্ছে সে। এখন বিকেল বেলা, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। শিপের ধারে দাঁড়িয়ে সে দেখছে প্রকৃতির এই সৌন্দর্য। অনেক আগে একজনকে কথা দিয়েছিলো এমনি কোন বিকেলে দূরের সমুদ্রে ডুবতে থাকা সূর্য দেখবে দুজন মিলে। ডুবন্ত রক্তিম সূর্যের অন্তিম কিরণ যখন উঁচু পাহাড়ের মাথায় থাকবে তখন এমনি কোন সূর্য অংকিত টিপ তার শ্রী-কপালে পরিয়ে দিবে। আর সারারাত ওই কপালের টিপের আলোয়, পাহাড়ের ছায়ায় জেগে জেগে দুজন স্বপ্ন দেখবে। বহু স্বপ্ন। রাত জাগা শত রোমান্সের স্বপ্ন। প্রেম নদীতে ভাসমান তরীর স্বপ্ন। সহস্র গোলাপের সৃষ্টির স্বপ্ন। ফুটফুটে একটা বাচ্চার স্বপ্ন। যার মুখ থেকে তারা মা বাবা ডাক শুনবে।  ♥ কিন্তু আজ ওই সব স্বপ্ন গুলোই স্বপ্নে পরিণত হয়েছে।  :( শিপ

অনলাইন সেবা হাতিয়া অ্যাপ হাতিয়ার সকল ধরণের তথ্য ও রক্তদান কেন্দ্রিক একটি জনপ্রিয় মাধ্যম

 অনলাইন সেবা হাতিয়া অ্যাপ হাতিয়ার সকল ধরণের তথ্য ও রক্তদান কেন্দ্রিক একটি জনপ্রিয় মাধ্যম। হাতিয়ার বিপুল পরিমাণ মানুষ প্রতিদিন বিভিন্ন তথ্য ও রক্তদাতা খুজতে  এই অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপটি ব্যবহার করেন।   অনলাইন সেবা হাতিয়া প্লে স্টোরে এই অ্যাপে রয়েছে হাতিয়াবাসীর জন্য বিভিন্ন গ্রুপের রক্তদাতাদের সম্পূর্ণ তথ্য, শিক্ষা প্রতিষ্ঠান, দর্শনীয় স্থান, ডাক্তার, Ambulance, পুলিশ সহ আরো অনেক সেবাসমূহ।  হাতিয়ার সর্ম্পকে, হাতিয়াবাসীর সর্ম্পকে পরিপূর্ণভাবে জানতে এই অ্যাপের বিকল্প নেই। এছাড়া দ্বীপ হাতিয়ার মনোরম সৌন্দর্য বেষ্টিত ইউনিয়ন নিঝুমদ্বীপ ও তার বিভিন্ন সৌন্দর্যময় এলাকা সর্ম্পকে ও জানা যাবে Online Sheba Hatiya মোবাইল অ্যাপের মাধ্যমে।  এই অ্যাপের তথ্য ও সেবাসমুহ : Blood donation - রক্তদান ( রক্তদাতাগণ নিজেরা একটি মাত্র একাউন্ট খুলেই রক্তদান কর্মসূচি তে অংশগ্রহণ করতে পারেন ) হাতিয়ায় চলাচলরত শিপ বা জাহাজ এর নাম্বার ও তথ্যসমূহ হাতিয়ার সকল শিক্ষাপ্রতিষ্ঠান এর সম্পূর্ন তথ্য ও নাম্বার হাতিয়া উপজেলার প্রতিটি পর্যটন স্পট বা ভ্রমনের মত সুন্দর জায়গা সমূহের নাম ও বর্ণনা প্রতিটি ইউনিয়নের বিস্তারিত

মতলব - একটি মজার কান্ড

মতলব - একটি মজার গল্প -কি? অনেক্ষন যাবত দেখতেছি পিছন পিছন আসতেছেন, সমস্যা কি? আমায় ফলো করছেন কেনো? 😒 -শুনুন আমি অত্যন্ত বিনয়ের সাথেই আপনাকে বলছিযে আমি মোটেও কোন খারাপ উদ্দেশ্য আপনার পিছু নেইনি। 😊 -তা কোন মহৎ উদ্দেশ্যে নিয়েছেন? 😞 -আসলে হয়েছে কি অই আমি ব্যাচেলর মানুষতো তাই জামা কাপড় কাচতে একটু অসুবিধা হয় আরকি।  😊 -Then? -তো করিকি পোশাকের গন্ধ ঢাকার জন্য সেন্ট মেরে বের হই। 😊  কথায় আছেনা গন্ধে গন্ধ ঢাকে" হে হে  😆 -ভেটকানো লাগবেনা সামনে বলেন  😒 - কিন্তু আজ এই ছয়দিন না পরিষ্কার করা জামাটার গন্ধ দূর করতে গিয়ে দেখি সেন্ট শেষ।  😖 -এতো প্যাঁচাল বাঁধছেন কেনো? এসবের সাথে আমার পিছুনেওয়ার কি সম্পর্ক? 😒 -আসলে হয়েছেকি আপনি যখন আমার সামনে দিয়ে যাচ্ছিলেন তখন আমার নাকে এক দারুণ সুভাষ পাচ্ছিলাম। 😊  আমি প্রথমে ভেবেছিলাম কাপড় কাচার ভয়ে হয়ত আমি মরে গেছি,আর আপনাকে মানে স্বর্গের অপ্সরাকে দেখছি। পরে হাত কামড়াইয়া দেখি নাহ, জীবিত আমি বাস্তব আপনি সাথে সত্য আপনার গন্ধটাও  😊  তাই আপনার পিছু নিয়ে আপনার কাছাকাছি থাকার চেষ্টা করছিলাম আরকি, যাতে আপনার মিষ্টি, মন ভোলানো হৃদয় দোলানো গন্ধটা আমার জামার ন