কার চোখে কে কেমন? তার চোখেই বা আমি কেমন? মানে কেমন ছিলাম? এইসব হাবিজাবি নিয়ে ভাবছে আদি। বন্ধুবান্ধব নিয়ে বেশ সুখেই ছিল। স্যার ও সম্মানীত বন্ধুরা এমনকি মাঝে মাঝে ওর আম্মুও ওকে দুষ্টুমির জন্য অতি আদরে বজ্জাতের কাঁদি বলে ডাকতো। সবাইকে হাসাতে ও ছিল এক্সপার্ট। কারো মন খারাপ থাকলে ভালো করার চেষ্টায় ওর থিওরিগুলো ছিল অব্যার্থ, অথচ আজ? :( অতিত! অনেক অনেক পুরনো অতিত হাতড়াচ্ছে সে। এখন বিকেল বেলা, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। শিপের ধারে দাঁড়িয়ে সে দেখছে প্রকৃতির এই সৌন্দর্য। অনেক আগে একজনকে কথা দিয়েছিলো এমনি কোন বিকেলে দূরের সমুদ্রে ডুবতে থাকা সূর্য দেখবে দুজন মিলে। ডুবন্ত রক্তিম সূর্যের অন্তিম কিরণ যখন উঁচু পাহাড়ের মাথায় থাকবে তখন এমনি কোন সূর্য অংকিত টিপ তার শ্রী-কপালে পরিয়ে দিবে। আর সারারাত ওই কপালের টিপের আলোয়, পাহাড়ের ছায়ায় জেগে জেগে দুজন স্বপ্ন দেখবে। বহু স্বপ্ন। রাত জাগা শত রোমান্সের স্বপ্ন। প্রেম নদীতে ভাসমান তরীর স্বপ্ন। সহস্র গোলাপের সৃষ্টির স্বপ্ন। ফুটফুটে একটা বাচ্চার স্বপ্ন। যার মুখ থেকে তারা মা বাবা ডাক শুনবে। ♥ কিন্তু আজ ওই সব স্বপ্ন গুলোই স্বপ্নে পরিণত হয়েছে। :( শিপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন